উৎপাদন, কর্মসৃজন, অর্থনৈতিক উন্নয়নে নব আনন্দে জাগো জিপিএইচ এর বর্ণাঢ্য বর্ষবরণ

DSC_3694 copy copy

‘বাঙালির চির ঐতিহ্যের ১লা বৈশাখ পালনসহ সার্বিকভাবে আমরা দেশীয় সংস্কৃতিকে লালন করি। অনুরূপভাবে দেশীয় জনবল, দেশীয় শিল্প সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ।’

চট্টগ্রামের আছদগঞ্জস্থ কর্পোরেট অফিসে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে ‘এসো হে বৈশাখ’ আবাহন সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন মিডিয়া এডভাইজার অভীক ওসমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নির্বাহী পরিচালক (গ্রুপ) এবি সিদ্দিক এফসিএমএ, জিএম (এইচআর এন্ড এডমিন) সরোজ কান্তি চক্রবর্তী, জিএম (সিসিএল) একেএম জসিমুদ্দিন আহমদ, জিএম (প্রজেক্ট) ড এএসএম সুমন, জি এম (ফ্যাক্টরি) ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী, ডিজিএম জাহেদ আলম আসবা সহ কর্পোরেট অফিস ও ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক প্রদর্শন করা হয়। বর্ষবরণ অনুষ্ঠান জিপিএইচ পরিবারের আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়।

জিপিএইচ ইস্পাত লিমিটেড’র মিডিয়া এডভাইজর ওসমান গণি চৌধুরী এক প্রেস রিলিজে এসব কথা জানান।